Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা মহিলা বিষয়খ কর্মকর্তার কার্যালয়

মহিলা বিষয়ক অধিদপ্তর

মুকসুদপুর,গোপালগঞ্জ।

সিটিজেন’স চার্টার

১,০ ভিশন ও মিশন

ভিশন: জেন্ডার সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও সুরক্ষা।

মিশন: নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং ক্ষমতায়নসহ উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্তকরণ।

২,০ প্রতিশ্রুত সেবাসমূহ

ক,নাগরিক সেবা

ক্রমিক

      সেবার নাম

           সেবা প্রদান পদ্ধতি

       প্রয়োজনীয় কাগজ এবং

              প্রাপ্তি স্থান

সেবার মূল্য এবং

পরিশোধ পদ্ধতি


 সেবা

প্রদানের

সময় সীমা

 দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

১.

ভালনারেবল উইমেন

বেনিফিট(ভিডব্লিউবি)

কার্যাক্রম

  • সামাজিক নিরাপত্তা
  • কাযক্রমের আওতায়
  • ভিডব্লিউবি কাযক্রম বাস্তবায়ন
  • মাসিক ৩০ কেজি হারে
  • খাদ্য (চাল) সহায়তা
  • প্রদান। জীবনযাত্রার মান
  • উন্নয়নে আয়বর্ধক ও
  • সচেতনতামূলক প্রশিক্ষন
  • প্রদান
  • ১৬ টি ইউনিয়ন এ
  • কাযক্রমের আওতাভুক্ত।
  • উপকারভোগীর সংখ্যা
  • ২২৮৫ জন
  • মন্ত্রনালয় কতৃক অনুমোদিত
  • পরিপত্র অনুসরনে উপকারভোগী
  • নির্বাচন
  • অতি দরিদ্র এলাকার উপকারভোগী
  • পুষ্টি হার নিশ্চিতকরনে পুষ্টি চাল
  • বিতরন

  • ভিডব্লিউবি কাযক্রম
  • হতে সুবিধা পাওয়ার জন্য আবেদকারী
  • নারীর আবেদনটি শুধু
  • মাত্র অনলাইনে জমা
  • নেওয়া হয়। কাযক্রমের অনলাইন পোর্টাল
  • dwavwb.gov.bd অথবা এটুআই এর এক সেবা বা My Gov পোর্টালে যেয়ে যে কেউ আবেদ ফরম
  • পূরন করতে পারবেন।

বিনামূল্যে

অনলাইনে

‘আবেদন ফরম

পূরন পূর্বক

সাবমিট করতে পারবেন। এক্ষেত্রে জাতীয়

পরিচয়পত্র নম্বর

প্রদান বাধ্যতা

মূলক।

(০৩) তিন

মাস

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

ইমেইল: muksudpur.

uwao1@gmail.com

২.

মা ও শিশু সহায়তা

কর্মসূচি

  • দরিদ্র ও অসহায় পরিবারের ২০-৩৫ বছর বয়সী গর্ভবতী মা প্রথম ও দ্বিতীয় ( সর্বোচ্চ দু’জন ) সন্তানের জন্য ৩৬ মাস ৮০০ টাকা হারে জিটুপি পদ্ধতিতে নিজস্ব হিসাব নম্বরে ভাতা প্রদান।

  • ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের মাধ্যমে গর্ভবতী মা ও শিশুর পুষ্টি ,যত্নসহ মনোসামাজিক ও বুদ্ধি বৃত্তিক বিষয়ে প্রশিক্ষন প্রদান।
  • আবেনকারীর জাতীয়
  • পরিচয়পত্র,গর্ভধারন সেবা কার্ড ( এএনসি কার্ড ) ও নিজস্ব হিসাব
  • নম্বরসহ
  • তথ্য আপা ও ইউনিয়ন/
  • পৌরসভা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের
  • মাধ্যমে অনলাইনে আবেদন করবেন। লিংক-http://dwamcbp.gov.bd/mcbp/login

তথ্য আপার মাধ্যমে বিনামূল্যে আবেদন করা যাবে।

৪০ টাকা ফি এর

বিনিময়ে ইউনিয়ন/

পৌরসভা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের

মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়।

৩০ কর্মদিবস

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

ইমেইল: muksudpur.

uwao1@gmail.com

৩.

মহিলাদেরকে আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম সেবা

  • নীতিমালা অনুযায়ী স্ব-কর্মসংস্থান/
  • উদ্যোক্তা শ্রেনী তৈরির জন্য উপজেলা কার্যালয় হতে ‍ঋন বিতরন।
  • ঋন এর হার সর্বোচ্চ ২ লক্ষ্য সর্বনিম্ন ২৫ হাজার টাকা।
  • উপজেলার আওতাধীন মহিলা প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষনার্থীদের
  • ঋন প্রাপ্তিতে অগ্রধিকার দেয়া।


  • নির্ধারিত আবেদন ফরম
  • জন্মসনদ/এন আইডি
  • ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি
  • ওয়ার্ড কমিশনার/ মেম্বার
  • কতৃক স্থায়ী নাগরিকতার
  • সনদপত্র
  • ৩০০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প
  • প্রাপ্তি স্থান:
  • উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

আবেদন ফরম বিনামূল্যে বিতরন করা হয়।

প্রতি অর্থ বছরের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে

সুবিধাজনক

সময়ের মধ্যে

সর্বোচ্চ ১ থেকে

৩ মাসের মধ্যে

( বন্যা,প্রাকৃতিক

দূযোগের কারনে ঋন বিতরন বিলম্বিত

হতে পারে )

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

ইমেইল: muksudpur.

uwao1@gmail.com

৪.

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ

  • অসহায় নির্যাতিত নারীদের বিনা
  • খরচে আইনগত পরামর্শ প্রদান।
  • নির্যাতিত ও অসহায় নারীদের
  • অভিযোগ গ্রহন।
  • বাদী ও বিবাদী পক্ষের মধ্যে সালিশ/কাউন্সিলিং এর মাধ্যমে
  • পারিবারিক বিরোধ মিমাংসা করা।

  • নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্ট্রোরাল কাযক্রমের মাধ্যমে হেল্পলাইনের ১০৯ নাম্বারে তাৎক্ষনিকভাবে আইনি সহায়তা প্রদান।

-----

যেকোন মোবাইল হতে ২৪ঘন্টা এই নাম্বারে ফোন করে নির্যাতনের শিকার নারী ও শিশু তাদের পরিবারের সদস্যসহ যে কেউ প্রয়োজনীয় সাহায্য পেতে পারেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

ইমেইল: muksudpur.

uwao1@gmail.com

৫.

WTC প্রশিক্ষন

  • অত্র দপ্তরের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ
  • নির্ধারিত আবেদন ফরম পূরন পূর্বক অনাবাসিক প্রশিক্ষন প্রদান
  • দর্জি বিজ্ঞান ট্রেডের উপর    প্রতি ৩ ( তিন ) মাস অন্তর ৩০ জন  প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান সহ দৈনিক ১০০/- (এক শত ) টাকা প্রশিক্ষণভাতা প্রদান করা হয় ।

  • নির্ধারিত আবেদন ফরম
  • জন্মসনদ/এন আইডি
  • ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি
  • মহিলা বিষয়ক কর্মকর্তার
  • কার্যালয়ের ১০৬ নং অফিস কক্ষ থেকে বিনা মূল্যে নির্ধারিত আবেদন ফরম সরবরাহ করা হয়।

--------

৩ ( তিন ) মাস

মেয়াদী প্রশিক্ষন।


প্রশিক্ষক

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

ইমেইল: muksudpur.

uwao1@gmail.com

৬.

‘‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’’শীর্ষক কার্যক্রম

  • ৫(পাঁচ) ক্যাটাগরী যথা অর্থনৈতিভাবে সাফল্য অর্জনকারী
  • নারী, সফল জননী নারী, নির্যাতনের বিভিষীকা মুছেফেলে নতুন উদ্দোমে জীবন শুরু করেছেন যে নারী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী।
  • নির্বাচিত জয়িতাদের সন্মাননা প্রদান করা হয়।


  • নির্ধারিত আবেদন ফরম
  • উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে সরবরাহ করা হয়।

আবেদন ফরম বিনামূল্যে বিতরন করা হয়।

অক্টোবর মাসে আবেদন করতে হয়।

প্রশিক্ষক

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

ইমেইল: muksudpur.

uwao1@gmail.com

৭.

কিশোর কিশোরী ক্লাব কর্মসূচি

কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় মুকসুদপুর উপজেলায় ১৬ টি ইউনিয়নে ১৬ টি ক্লাব ও পৌরসভায় ১ টি ক্লাব মোট ১৭ টি ক্লাব পরিচালিত আছে। প্রতিটি ক্লাবে মোট ৩০ জন  কিশোর কিশোরী সদস্য আছে যার মধ্যে ২০ জন কিশোরী এবং ১০ জন কিশোর। এই কিশোর কিশোরী সদস্যদের সাংস্কৃতিক সরঞ্জামাদি সরবরাহ পূর্বক সপ্তাহে ২ দিন করে গান ও আবৃত্তি ক্লাস নেওয়া হয়।  



সদস্যদের মাঝে পুষ্টিকর নাস্তা বিতরণ করা হয় ।

বছরের শুরুতে কিশোর কিশোরী

ভর্তি করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

ইমেইল: muksudpur.

uwao1@gmail.com

৮.

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন 

  • স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনসমূহের নিবন্ধন প্রদান ও তদারকিসহ তাদের মধ্যে বাৎসরিক অনুদান প্রদান করা হয়।
  • নির্ধারিত আবেদন ফরম
  • উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে সরবরাহ করা হয়।

আবেদন ফরম বিনামূল্যে বিতরন করা হয়।

যেকোন সময় আবেদন করতে পারেন

অফিস সহকারী কাম কম্পিইটরি অপারেটর

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

ইমেইল: muksudpur.

uwao1@gmail.com